চবি প্রতিনিধি : প্রেমিকার সাঙ্গে ঝগড়া করে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে সরওয়ার সায়হান নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী।
তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে এই ঘটনা ঘটে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সরওয়ারের বন্ধুরা জানান, বিকেল ৩ টার দিকে সরওয়ারের সাথে তার প্রেমিকার ঝগড়া হয়। পরে সে শাহজালাল হলের সামনের এক দোকান থেকে কেনার পর একসাথে ঘুমের ২০ টি ওষুধ খেয়ে ফেলে।
পরবর্তীতে এক শিক্ষার্থী তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। অবস্থা গুরুতর হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. মো. মাঈনউদ্দীন খান বলেন, তিনি ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। তবে তিনি আশংকাজনক নন।