মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

আমি পরিবর্তনে বিশ্বাসী : কাদের সিদ্দিকী

| প্রকাশিতঃ ২৭ অগাস্ট ২০১৯ | ৯:০২ অপরাহ্ন

ঢাকা : বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীকে সরিয়ে তারেককে নেতা বানাতে হবে, সেই রাজনীতিতে আমি বিশ্বাসী নই। আমি পরিবর্তনে বিশ্বাসী। বাংলার প্রতিটি মানুষ ক্ষুধা ও দারিদ্র থেকে মুক্তি পাবে, প্রতিটি মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা থাকবে আমি এমন একটা দেশের স্বপ্ন দেখি।

তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকার করতেই হবে। নিজের সত্তাকে যেমন জানতে হবে, তেমনি স্বীকারও করতে হবে। তবে যে দেশের স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেই ধরনের দেশ এবং জবাবদিহিতামূলক সরকার আমরা এখনো পাইনি।

মঙ্গলবার (২৭ আগস্ট) গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদকে অভিনন্দন জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনার চর্চা হলে চলবে না, দেশকে এগিয়ে নেয়ার মতো যোগ্য নেতৃত্ব এখান থেকেই তৈরি হতে হবে।

গণ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি জুয়েল রানা ও জিএস নজরুল ইসলাম রলিফ।

একুশে/এসসি