
চবি প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা করে এই সংগঠনটি। এতে চবিসাসের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জাকির হোসেন বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের স্বাধীনতাবিরোধী বলা ঠিক নয়। কারণ এতে হত্যার আসল পরিকল্পনাকারীরা পার পেয়ে যাচ্ছে। তিনি বলেন, মোশতাকের মত যদি একশ মোশতাকও চাইতো বঙ্গবন্ধুকে হত্যা করতে পারতো না, যদি না সামরিক বাহিনীর সহযোগিতা না পেত। আর সামরিক বাহিনীর মধ্যম কিংবা নিম্নশ্রেণির কোনো সহযোগিতায়ও এটা করা সম্ভব ছিল না, যদি না ঊর্ধ্বতন কারো সহযোগিতা না থাকতো।
বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত দেশি-বিদেশি সকলকে বিচারের আওতায় আনতে একটি কমিশন গঠন করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, আজকে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আমরা শোককে শক্তিতে পরিণত করেছি। আমাদের প্রজ্জ্বলিত একেকটি মোমবাতি বঙ্গবন্ধুর একেকটি নীতি। আমাদেরকে বঙ্গবন্ধুর নীতিকে আকড়ে ধরতে হবে।
চবিসাসের সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র চৌধুরী, সহকারী প্রক্টর মরিয়ম ইসলাম, সহকারী প্রক্টর এস এম মুর্শিদ উল আলম, কর্মচারী সমিতির সভাপতি আনোয়ার হোসেন ও চবিসাসের সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন প্রমুখ।