
ঢাকা : তিন মাসের মধ্যে সকল পুঁজিবাজারে না আসলে তার লাইসেন্স সাসপেনশন (স্থগিত) করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে বীমা প্রতিষ্ঠান সমূহের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, অর্থনীতির সাথে বিমাখাত জড়িত। এটি একটি শক্তিশালী খাত। এখাতে আমরা অনেক গতিশীলতা নিয়ে এসেছি।প্রয়োজনে কিছুদিন সময় বাড়তে পারে। এরপরেও যদি না আসে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে বীমা খাতের কিছু সমস্যা তুলে ধরেন বিভিন্ন বীমা খাতের কর্মকর্তারা।
একুশে/এসসি