
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের পরিবহনের একমাত্র মাধ্যম শাটলের নানামুখী সমস্যা সমাধানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার ট্রেন বিশ্ববিদ্যালয়ের পৌঁছায়। এরপর ইঞ্জিন ঘুরিয়ে প্রায় আধা ঘন্টা হয়ে গেলেও ছাড়ে নি ট্রেনটি। এসময় শিক্ষার্থীরা চালকে সমস্যার কথা জানতে চাইলে চালক বলেন, ইঞ্জিনের সমস্যা। শহর থেকে ট্রেনটি সচলভাবে ক্যাম্পাসে আসে এবং ইজ্ঞিন ঘুরিয়ে ছাড়ার প্রস্তুতি নিতেই নাকি অকেজো হয়ে যায় শাটল।
দীর্ঘদিন ধরে শাটলের শিডিউল বিপর্যয়ে প্রায় অসহ্য হয়ে বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা প্রথমে স্টেশন চত্বরে এবং পরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের প্রধান ফটক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। এসময় শিক্ষার্থীরা সিএনজি, রিকশা, এ্যাম্বুলেন্স এবং শিক্ষকদের একটি বাস ও আটকে দেয়।
শিক্ষার্থীরা সঠিক সময়ে শাটল চলাচল, বগি বৃদ্ধি, বহিরাগতদের যাতায়াত বন্ধ ও শাটলের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বাসের দাবিতে প্রায় আধা ঘন্টা প্রধান ফটকে তালা ঝুরিয়ে বিক্ষোভ করে। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হানিফ মিয়া এসে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ বন্ধ করে।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের (১৫-১৬)শিক্ষাবর্ষের শিক্ষার্থী এজাজ আহাম্মেদ ‘একুশে পত্রিকাকে’ বলেন, শাটলের এ ধরনের সমস্যা অত্যন্ত দুঃখজনক। অনেক শিক্ষার্থী শহরে গিয়ে টিউশান করে। শাটলের সমস্যার জন্য টিউশানে যেতে পারে না শিক্ষার্থীরা। সেক্ষেত্রে টিউশান চলে যাওয়ার একটা শঙ্কা থাকে। যেখানে একটি টিউশান পাওয়ার জন্য শিক্ষার্থীদের অনেকটা সময় অপেক্ষা করতে হয়। তিনি বলেন, আমরা চাই বিশ্ববিদ্যাল প্রশাসন এর জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হানিফ মিয়া বলেন, আমিও দেখতেছি বিষয়টি খুবই ভোগান্তির। আমরা এখন শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সাময়িক চারটি বাস ব্যাবস্থা করে দিচ্ছি। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডি সাধারণ শিক্ষার্থীদের সাথে এবিষয়ে আলোচনা করে একটি সুরাহা করা হবে।
একুশে/আইএস/এসসি