মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চবিতে র‌্যাগের দায়ে ৩ শিক্ষার্থী আটক

| প্রকাশিতঃ ২৬ অক্টোবর ২০১৯ | ৮:১৫ অপরাহ্ন

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) (২০১৯-২০) স্নাতক (সন্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিতে আসা এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে র‌্যাগ দেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। পরে তাদের হাটহাজারী থানায় প্রেরণ করা হয়।

রবিবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সামনে থেকে তাদের আটক করে প্রক্টরিয়াল বডি।

আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের(২০১৮-১৯) শিক্ষাবর্ষের জিহাদ হাসান, একই শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আরশিল আজিম নিলয় এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (২০১৭-১৮)শিক্ষাবর্ষের আরাফাত রহমান।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, আমরা এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে র‌্যাগ দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং খবরের সত্যতা পেয়ে তাদের হাতেনাতে আটক করি। পরে তাদের হাটহাজারী মডেল থানায় প্রেরন করা হয়।

একুশে/আইএস/এএ