মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চবিতে চলছে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা

| প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০১৯ | ১০:৫০ পূর্বাহ্ন


চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক (সম্মান) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে চলছে সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ডি-ইউনিটের ভর্তি পরীক্ষা।

আজ সোমবার (২৮ অক্টোবর) বেলা পৌনে ১০টা থেকে শুরু হয়েছে প্রথম শিফটের পরীক্ষা। যা শেষ হবে বেলা ১২টায়।অপরদিকে বেলা ২টা ২৫মিনিট থেকে শুরু হবে দ্বিতীয় শিফটের পরীক্ষা। যা শেষ হবে বেলা ৪টায়। এবার ডি-ইউনিটে ১ হাজার ১৫৭টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫২ হাজার ৯৭০টি। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়বে ৪৬জন শিক্ষার্থী।

আগের দিনের চেয়ে আজ পরীক্ষার্থী বেশি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাইরে হাটহাজারী সরকারি কলেজে ও ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হয়েছে। যেখানে দুই শিফটে সর্বমোট ৭ হাজার ৬৫০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় আংশগ্রহণ করবে।

এদিকে প্রথমদিনের মতো দ্বিতীয় দিনেও ক্যাম্পাসে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের বাইরে হাটহাজারী সরকারি কলেজ কেন্দ্রেও রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের হেল্পডেক্স। যেখান থেকে পরীক্ষার্থীরা কেন্দ্র চিনে নেওয়া বা যে কোন ধরনের সমস্যার সমাধান পেতে পারে।

ডি-ইউনিটে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, যাতায়াতের সামান্য ভোগান্তি ছাড়া আর কোন সমস্যা হয়নি। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর শিক্ষার্থী ও প্রশাসন যথেষ্ট সাহায্য করছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি। ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ নিয়োজিত রয়েছে। সর্বোপরি সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।