
ঢাকা: অস্থিতিশীল পরিস্থিতিতে নানা আশঙ্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার প্রথম বর্ষ স্নাতক সম্মান পরীক্ষার চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ও এ সংক্রান্ত সকল ইউনিটের ভর্তি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে অনলাইনে বিষয়ভিত্তিক পছন্দক্রম ফরম পূরণ আগের নির্দেশনা অনুযায়ী চলবে।
এছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষার্থে ৩০০ পুলিশ চেয়ে ঢাকা জেলা পুলিশ বরাবর আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে গতকালের দেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা মানছেন না আন্দোলনকারীরা। নির্দেশ উপেক্ষা করে ক্যাম্পাসেই অবস্থান করছেন তারা।