মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মনিরুল হাসান

| প্রকাশিতঃ ১২ নভেম্বর ২০১৯ | ৩:০৭ অপরাহ্ন


চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এস এম মনিরুল হাসান।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক অফিস আদেশে আগামী ১ বছরের জন্য তাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে প্রফেসর ড. মনিরুল হাসানকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি আগামী ১ বছর প্রক্টরের দায়িত্ব পালন করবেন।