
চট্টগ্রাম: পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) নবায়নযোগ্য শক্তির উদ্ভাবনী আইডিয়া নিয়ে জাতীয় পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতা ‘বিচ্ছুরণ’-এর প্রচারণামূলক ক্যাম্পেইন চলছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রথম দিনের মতো বিশ্ববিদ্যালয়ের ভেতরে বুথ বসিয়ে চলে প্রচারণা। এতে বিশ্ববিদ্যালয় নিয়োজিত ক্যাম্পাস এম্বাসেডরগণ সকাল থেকে আগ্রহী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিচ্ছুরণ নিয়ে সামগ্রিক তথ্য তুলে ধরেন। শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রদানের লক্ষ্যে আগামীকাল শুক্রবার ছাড়াও একই স্থানে মোট চারদিন বসবে বুথ।
ক্যাম্পাস এম্বাসেডর হিসেবে নিয়োজিত আছেন, পিসিআইইউ এর সিএসই বিভাগের ৫ম ব্যাচের ছাত্র ওয়াহেদ বুল বুল অর্পন ও ইংরেজী বিভাগের ১৭ তম ব্যাচের ছাত্রী পুজা বিশ্বাস। এতে সহযোগিতা দিচ্ছেন সিএসই বিভাগের ১২ ব্যাচের ছাত্র ফরিদুল আলম সোহেল, আরাফাত শরীফ মাহিন ও শাহাব উদ্দীন খান।
উল্লেখ্য, ইয়াং বাংলা, পাওয়ার সেল (বিদ্যুৎ মন্ত্রণালয়) ও গ্রীণ ডেল্টার উদ্যোগে আয়োজিত সারা দেশব্যাপী আইডিয়া প্রতিযোগিতার জন্য অনলাইনে চলছে রেজিস্ট্রেশন। বাংলাদেশের যে কেউ বিনামূল্যে পাঠাতে পারবেন নবায়নযোগ্য শক্তির উদ্ভাবনী আইডিয়া। ৩ সদস্য বিশিষ্ট দল হয়ে (ন্যূনতম একজন শিক্ষার্থী নিয়ে ছাত্র-শিক্ষক মিলেও দল গঠন করতে পারবেন ও পরিবার কিংবা প্রতিবেশী যে কেও) ১৮ নভেম্বর এর মধ্যে পাঠানো যাবে উদ্ভাবনী আইডিয়া।
বাছাইকৃত সেরা ৫ থেকে ১০ টি আইডিয়া-কে প্রদান করা হবে ১ কোটি টাকা সমমূল্যের পুরস্কার এবং ২ বছরের কারিগরি সহায়তা। এছাড়া আরোও ৫০ থেকে ১০০ টি আইডিয়া কে দেওয়া হবে ১ লক্ষ্য টাকা করে আর্থিক সহযোগিতা।
বিস্তারিত জানতে ও আইডিয়া জমা দিতে ভিজিট করূন ‘Young Bangla’ অফিশিয়াল পেজে এবং https://youngbangla.org/bichchuron-2019/ উক্ত লিংকে।