
চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের (২০১৩-১৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাপস সরকারের স্মরণে ‘শহীদ তাপস স্মৃতি সংসদ’ নামে একটি সংগঠনের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সংগঠনটির প্রধান উপদেষ্টা এই কমিটির আনুমোদন দেন।
গতকাল শনিবার (২৩ নভেম্বর) আগামী এক বছরের জন্য ৯২ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন রেজাউল হক রুবেল, যুগ্ম আহব্বাক মোঃ শফিকুল ইসলাম ও সদস্য সচিব হিসেবে রয়েছেন মাহিম আদনান সৈকত।
৯২ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ১৪জন উপদেষ্টা, ৪০জন যুগ্ম আহব্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রায় সবকয়টি হল থেকে ৩৮ জনকে সাধারণ সদস্য করা হয়েছে।
এ বিষয়ে সংগঠনটির যুগ্ম আহব্বায়ক মোঃ শফিকুল ইসলাম একুশে পত্রিকাকে বলেন, আমরা যখন ক্যাম্পাসে আসি তখন প্রকাশ্য দিবালোকে তাপসের খুনের ঘটনা দেখি। কিন্তু আজকে এতদিন পেরিয়ে যাওয়ার পরও সেই হত্যার বিচার বিচার হয়নি। আমরা তাপস সরকার হত্যার সুষ্টু বিচার নিশ্চিতে ও তাপসের স্মরণে এই সংগঠনটি গঠন করেছি।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বুদ্ধিজীবী চত্বরে ফুল দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের দুই হলে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক দুই সংগঠন ভিএক্স ও সিএফসি’র কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাপস।