মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চবির সাংবাদিকতা বিভাগের রজতজয়ন্তী বৃহস্পতিবার

| প্রকাশিতঃ ১৭ ডিসেম্বর ২০১৯ | ২:৩৬ অপরাহ্ন


চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ তাদের ২৫ বছর উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এ উপলক্ষ্যে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হবে রজতজয়ন্তী উৎসব।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতির কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান বিভাগটির সভাপতি মো. আবুল কালাম আজাদ।

লিখিত বক্তব্যে বলা হয়, দুই দিনব্যাপী এই অনুষ্ঠান উপলক্ষ্যে বিভাগের উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.সেকান্দার চৌধুরী, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।

এদিকে প্রথমদিনের অনুষ্ঠানে রজতজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত বার্ষিকীর মোড়ক উন্মোচন করা হবে। বিভাগের প্রথম বর্ষ থেকে এমএসএস পরীক্ষায় অংশ নেয়া প্রথম স্থান অর্জনকারী ছয় শিক্ষার্থী এবং বিভাগের সাবেক তিন শিক্ষার্থীকে সন্মাননা প্রদান করা হবে। এছাড়াও অনুষ্ঠিত হবে বিভাগের বর্তমান ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরদিন ২০ ডিসেম্বর নগরীর হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। প্রথমদিকে শুধুমাত্র সাংবাদিকতা বিভাগ হিসেবে চালু হলেও পরে এটিকে নামকরণ করা হয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হিসেবে। প্রতিষ্ঠার পর থেকে বিভাগটির ২০টি ব্যাচ পাশ করে বেরিয়েছে। বর্তমানে ২৬ তম ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে।