মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মেসির সাথে চুক্তি নবায়ন করবে বার্সেলোনা

| প্রকাশিতঃ ২০ ডিসেম্বর ২০১৯ | ৭:১৬ অপরাহ্ন

ফুটবল : দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ২০২৩ সাল অবধি ধরে রাখতে চায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এজন্য নতুন চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। মেসির সঙ্গে চুক্তি নবায়নে আগামী সপ্তাহেই আর্জেন্টিনায় বৈঠকে বসবে কাতালান ক্লাবটি।

৩২ বছর বয়সী মেসি ২০১৭ সালে বার্সার সাথে চুক্তি নবায়ন করেছিলেন। সেই চুক্তির মেয়াদ শেষ হতে হাতে রয়েছে আরোও ১৮ মাস। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নতুন করে মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বর্ধনে আগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনা। ক্লাব কর্তৃপক্ষরা চায় বার্সেলোনাতেই ক্যারিয়ারের ইতি টানুক আর্জেন্টিনার এই জীবন্ত কিংবদন্তি।

মৌসুমের দ্বিতীয়ার্ধ শুরুর আগে রোজারিওতে নিজ বাড়িতেই ছুটি উপভোগ করছেন মেসি। বড়দিনে পরিবারের সঙ্গেই কাটাবেন তিনি। আর সেখানে গিয়েই মেসি ও তার বাবা হোর্হে মেসির সঙ্গে সাক্ষাৎ করে চুক্তির কাজ শেষ করবেন বার্সেলোনার প্রতিনিধি দল।

মেসি তার অবশিষ্ট ক্যারিয়ার বার্সেলোনায় কাটাতে কতোটা আগ্রহী এই ব্যাপারে জানতে চাইলে বার্সার সভাপতি বার্তামিউ বলেন, ‘লিও মেসি আমাদের সঙ্গে অনায়াসেই আরো পাঁচটি বছর কাটিয়ে দিতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই।’

বার্সা প্রেসিডেন্ট আরোও বলেন, ‘ক্লাবের প্রত্যেক সদস্যই চায় মেসি এখানে থাকুক। আমরা চাই সে বার্সেলোনাতেই ক্যারিয়ারের ইতি টানুক। সে কবে ফুটবল ছাড়বে, সেই সিদ্ধান্তটা অবশ্যই তার একান্তের।’

একুশে/এএ