মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

খুলনা টাইগার্সকে হারিয়ে সিলেট থান্ডারের প্রথম জয়

| প্রকাশিতঃ ২১ ডিসেম্বর ২০১৯ | ১০:১৭ অপরাহ্ন

 

চট্টগ্রাম : ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লসের ব্যাটিং নৈপূন্যে বিপিএলে প্রথম জয়ের স্বাদ পেল সিলেট থান্ডার। টুর্নামেন্টের ১৫তম ম্যাচে খুলনা টাইগার্সকে ৮০ রানে হারিয়েছে সিলেট।

শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।

প্রথমে ব্যাট করতে নেমে ক্যারিবিয় দুই তারকা আন্দ্রে ফ্লেচারের ১০৩* ও জনসন চার্লসের ৯০ রানের উপর ভর করে বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ২৩২ রানের স্কোর দাঁড় করায় সিলেট।

পাহাড় সমান লক্ষ‌্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১৮.৩ বলে সব কয়টি উইকেচ হারিয়ে ১৫২ রান তোলে খুলনা। এতে ৮০ রানের বিশাল জয় পায় সিলেট।

একুশে/এএ