মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

৯৭ সহকারী জজ নিয়োগ

| প্রকাশিতঃ ১৯ জানুয়ারী ২০২০ | ৮:০৮ অপরাহ্ন


ঢাকা: অবশেষে ১২তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় (বিজেএস) উত্তীর্ণ ৯৭ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। আজ রোববার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-১ থেকে এই গেজেট প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় দুই বছর এবং ফলাফল প্রকাশের প্রায় ৭ মাস পর এই গেজেট প্রকাশ করা হলো।

এই ৯৭ জনের মধ্যে ৮০ জন মেধায় এবং বাকি ১৭ জন বিভিন্ন কোটায় নিয়োগ পেয়েছেন। এদের মধ্যে কে কোথায় নিয়োগ পেয়েছেন, সেটিও উল্লেখ করা হয়েছে গেজেটে। যাকে যেখানে পদায়ন করা হয়েছে, ২৮ জানুয়ারি তাদের সেখানে কাজে যোগ দিতে হবে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে ২০১৮ সালের মার্চ-এ ১২তম বিজেএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

একই বছরের ২৯ জুন অনুষ্ঠিত ১২তম বিজেএস পরীক্ষা ২০১৮ এর প্রাথমিক পরীক্ষায় ৫৭৩ জন উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হন। পরে সহকারী জজ নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন ১০০ জন প্রার্থী। তাদের মধ্যে ৯৭ জন প্রার্থীকে সহকারী জজ হিসেবে চূড়ান্ত নিয়োগ দিয়েছে সরকার।

সহকারী জজ নিয়োগের সব প্রক্রিয়া চূড়ান্ত করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (জেএসসি)। বিচার বিভাগ পৃথক হওয়ার পর ২০০৭ সালে এই কমিশন গঠিত হয়।

নিয়োগ পাওয়া ৯৭ সহকারী জজের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।