মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

কাপ্তাই লেকে দূষণ রোধে চবিতে চিত্র প্রদর্শনী

| প্রকাশিতঃ ২৬ জানুয়ারী ২০২০ | ৫:২৮ অপরাহ্ন


চবি প্রতিনিধি: কাপ্তাই লেকের দূষণ রোধ, জুম চাষ ও আদিবাসীদের সংস্কৃতি নিয়ে ‘জুম-সায়েন্স’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যেগে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে দেশের সর্ববৃহৎ লেক কাপ্তাই লেক কিভাবে দূষিত হচ্ছে; পাহাড়ী আদিবাসীদের জুম চাষাবাদ পদ্ধতি ও আদিবাসীদের সংস্কৃতি বিষয়ক একশ’টিরও অধিক চিত্র প্রদর্শন করা হয়। যেটির মাধ্যমে দর্শনার্থীরা জানতে পারবে আদিবাসীদের জীবন ও সংস্কৃতি সম্পর্কে, জানতে পারবে কিভাবে কাপ্তাই লেক দূষিত হচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের এই ধরনের আয়োজনে সামিল হয়েছেন চবি উপাচার্য প্রফেসর ড.শিরীণ আখতার। সকাল এগারোটায় চিত্র প্রদর্শনীতে এসে তিনি বলেন, এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ দূষণ রোধে সতর্ক হবে। তাছাড়া এখানে জুম চাষাবাদ পদ্ধতিও দেখানো হয়েছে। যা সত্যি মনোমুগ্ধকর।

তিনি বলেন, আমরা যা করি না কেন আমাদের উচিত পরিবেশ রক্ষার দিকে নজর রাখা। আমাদের নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে।

এদিকে সকাল থেকে এই চিত্র প্রদর্শনীতে দেখা যায় দর্শনার্থীদের সমাগম। বন্ধু-বান্ধব সমেত অনেকেই এসে দেখছেন প্রদর্শনীগুলো। কেউবা ছবি তুলছেন, কেউবা স্থির চিত্তে তাকিয়ে ভেতরকার গল্প অনুধাবনে মগ্ন।

চিত্র প্রদর্শনীতে আসা বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ও ব্যাবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রিয়স দাশ আদ্রি একুশে পত্রিকাকে বলেন, এমন একটি চিত্র প্রদর্শনী শিক্ষণীয় ও মুগ্ধকর। আমি ও আমার চার বন্ধু একসাথে এসেছি। খুব ভালো লাগছে। ছবির ফ্রেমে দেখছি জুম চাষাবাদ আর আমরা কিভাবে আমাদের পরিবেশ নষ্ট করি।