মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

জামিন পেলেন ড. ইউনূস

| প্রকাশিতঃ ২৬ জানুয়ারী ২০২০ | ৬:৩৭ অপরাহ্ন


ঢাকা: শ্রম আইন অমান্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় শান্তিতে নোবেল বিজয়ী এবং গ্রামীণ কমিউনিকেশন্সের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ অপর তিনজনকে রোববার জামিন দিয়েছে আদালত।

হাজির হওয়ার পর ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক রহিবুল ইসলামের আদালতে ৫ হাজার টাকা মুচলেকা দিয়ে তারা জামিন পান।

এ মামলার অপর তিন আসামি হলেন- গ্রামীণ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক এ হাই খান এবং উপ-মহাব্যবস্থাপক গৌরী শঙ্কর।

এর আগে ৫ জানুয়ারি কলকারখানা ও স্থাপনা পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম আদালতে এ মামলাটি দায়ের করেন।

পরে ১৩ জানুয়ারি আদালত তাদের হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার সূত্র অনুসারে, বাদী ১০ অক্টোবর ২০১৯ গ্রামীণ কমিউনিকেশন্স অফিসে পরিদর্শনে গিয়ে বেশ কয়েকটি শ্রম বিধি লঙ্ঘন দেখতে পান।

এর আগে ৩০ এপ্রিল শ্রম আইনের কিছু লঙ্ঘন দেখে সেগুলো সংশোধন করতে বলেছিলেন, কিন্তু ওই বছরের ৭ মে গ্রামীণ কমিউনিকেশন্স তাদের যে লিখিত ব্যাখ্যা দেয় তা সন্তোষজনক ছিল না।