শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মানহানি: চবি শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

| প্রকাশিতঃ ২৯ নভেম্বর ২০১৬ | ৬:৪৬ অপরাহ্ন

captureচট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মহিউদ্দিন মাহিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানহানির অভিযোগ উঠেছে। এ প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা স্বাক্ষরিত এক চিঠিতে তাকে তিন দিনের মধ্যে এ মানহানিকর বক্তব্যের ব্যাখ্যাসহ সংশ্লিষ্ট ডকুমেন্ট পত্র রেজিস্টার দফতরে জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার এ বিভাগীয় সভাপতির মাধ্যমে এ চিঠি শিক্ষক মুহাম্মদ মহিউদ্দিন মাহিমের কাছে পাঠানো হয়।

রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, সহকারী অধ্যাপক মুহাম্মদ মহিউদ্দিন মাহিম তার নিজ আইডি থেকে স্ট্যাটাস দিয়েছেন, ‘দিয়াজের মা মানতে নারাজ এটি আত্মহত্যা। তাঁর দাবি এটি হত্যাকান্ড। তিনি একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও একজন ক্ষমতাবান নেতার নাম বলেছেন। কে এই কুলাঙ্গার ও খুনি শিক্ষক, খুঁজে বের করে তাকে ফাঁসিতে ঝুলানো হোক।’ এই স্ট্যাটাসের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মানহানি হয়েছে। যা চবি কর্মচারী সংবিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধ।

ওই চিঠিতে মহিউদ্দিন মাহিমকে তার দেওয়া স্ট্যাটাসের স্বপক্ষে ব্যাখ্যাসহ এর সংশ্লিষ্ট ডকুমেন্ট তিন দিনের মধ্যে রেজিস্ট্রার দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদার মোবাইলে কল করা হলেও কল রিসিভ হয়নি।

এ প্রসঙ্গে সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মহিউদ্দিন মাহিম বলেন, ‘আমি এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। এখনো চিন্তাভাবনা করিনি। তবে চিঠির জবাব দেওয়া হবে।’