মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সাথে অফিসার্স এসোসিয়েশনের শুভেচ্ছা বিনিময়

| প্রকাশিতঃ ৩ ফেব্রুয়ারী ২০২০ | ৪:৩৩ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন চুয়েট অফিসার্স এসোসিয়েশন।

আজ সোমবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম। এতে শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বীসহ সকল নির্বাচিত নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব মোহাম্মদ ফজলুর রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইউছুপ। অনুষ্ঠানে উভয় সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ চুয়েটের চলমান অগ্রযাত্রাকে আরো বেগবান করতে নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি প্রত্যেক সদস্যদের অধিকার ও দাবি আদায়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

একুশে/জেএইচএস