মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মঙ্গলবার রাবির সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ

| প্রকাশিতঃ ৩ ফেব্রুয়ারী ২০২০ | ৫:০৫ অপরাহ্ন

রাবি প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল মঙ্গলবার। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় র‌্যালি করবে সংগঠনটির সদস্যবৃন্দ। দিনব্যাপী এই অনুষ্ঠানে দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরন করবে ক্লাবটি।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য ‘ইংলিশ ফর লাইফ’ শিরোনামে থাকছে ক্যারিয়ার লেকচার। লেকচার পরিচালনা করবেন সাইফুর্স কোচিং এর লেকচারার মিজানুর রহমান। এছাড়াও নবীনদের বিজ্ঞানে উৎসাহ বৃদ্ধি করতে থাকছে সায়েন্স শো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন উপাচার্য এম. আব্দুস সোবাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী জাকারিয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। এছাড়াও উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও উপদেষ্টামন্ডলী।
দিনব্যাপী অনুষ্ঠানে নবীনদের জন্য থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। পর্বটি সঞ্চালন করবেন এনটিভিতে সম্প্রচারিত তৃতীয় সিজনের চ্যাম্পিয়ন ও পঞ্চম সিজনের মেন্টর হৃদয় আল মিরু।
অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথক বাণীতে নবীনদের অভিনন্দন জানিয়েছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

একুশে/ওয়াসিফ