মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

দিল্লিতে সহিংসতার প্রতিবাদে চবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

| প্রকাশিতঃ ১ মার্চ ২০২০ | ৭:১৬ অপরাহ্ন


চবি প্রতিনিধি : ভারতের দিল্লিতে সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনকারীদের উপর সাম্প্রতিক হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

রোববার (১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার হয়ে বিভিন্ন অনুষদ ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক আশরাফী নিতুর পরিচালনায় একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চবি সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আবীর এইচ. তিতাস এবং সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাক।

বক্তারা সাম্প্রতিক সময়ে দিল্লিতে সংগঠিত সাম্প্রদায়িক হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যা দেন।।