শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চবির দুই ছাত্রলীগ নেতার উপর হামলা

| প্রকাশিতঃ ১০ ডিসেম্বর ২০১৬ | ৭:৩৪ অপরাহ্ন

cu bslচট্টগ্রাম: ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আইন বিষয়ক সম্পাদক আবু সাঈদ মারজান ও সহ-সম্পাদক আজিজুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেইট এলাকায় এই ঘটনা ঘটে।

হামলায় আহত মারজান ও আজিজ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তারা সদ্য প্রয়াত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ মামুন অভিযোগ করেন বলেন, ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতাদের সাথে দেখা করার জন্য বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নগরীর দুই নং গেইট এলাকায় যান মারজান ও আজিজ। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও তার ভাই আরমানের নির্দেশে তাঁদের অনুসারীরা কেন্দ্রীয় নেতাদের সামনেই মারজান ও আজিজের উপর অতর্কিত হামলা করে।

তবে অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সভাপতি টিপুর ভাই মোহাম্মদ আরমান বলেন, এসব আমাদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার।

এ বিষয়ে জানতে চাইলে নগরীর পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘দুই নম্বর গেইট এলাকা থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কেউ অভিযোগ দেয়নি।’