
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘টেকসই উন্নয়ন’ বিষয়ক দুই দিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসস্থ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে উন্নয়ন অধ্যয়ন বিভাগ।
উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও সম্মেলনের সম্বন্বয়কারী অধ্যাপক ড. নাসিম বানু, ট্রিপল-ই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিরিনা খাতুন।
দুই দিনব্যাপি সম্মেলনের প্রথম দিনে পেপার উপস্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ এবং ফিনল্যান্ডের ট্রেমপার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং সংস্কৃতি বিভাগের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
একুশে/এআর/এএ