চবি: অস্বাভাবিকভাবে মৃত্যু বরণ করা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর স্নাতক (সম্মান) পরীক্ষার সনদ এবং তাঁর বাবার মুক্তিযোদ্ধা সনদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমানত হল থেকে পরিত্যক্ত অবস্থায় এ সনদপত্র দুটি উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সনদপত্র দুটি হলের ডাইনিংয়ের পাশে খোলা জায়গায় দেখতে পান ওই হলের কর্মচারীরা। এসময় তারা আমানত হলের অফিস সহকারীর কাছে এগুলো জমা দেন। শাহ আমানত হলের অফিস সহকারী মিজান জানান, সনদপত্র দুটি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়। পরে তারা এসে সনদ পত্র দুটি নিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, সনদপত্র দুটি আমরা নিয়ে এসেছি, এ বিষয়ে তদন্ত চলছে।