মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মহসিন কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

| প্রকাশিতঃ ১১ মার্চ ২০২০ | ৮:৫০ অপরাহ্ন


চট্টগ্রাম : নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশীদসহ পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১ টায় আনন্দ মিছিলটি সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশীদ। এছাড়া মহসিন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মায়মুন উদ্দীন মামুন, তাফহীম ইসলাম সোহেল, আরিফ, রবি, সেীরভ, ফাহিম, সোহান, করিম, মিনহাজ, মাইনু, যুবরাজ, শুভ, মনির, শাফায়েত প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রায় ২২ বছর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ২৪৭ জনের কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য।