মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চবির পাহাড়ে জ্বলছে আগুন, প্রশাসন নির্বিকার

| প্রকাশিতঃ ১১ মার্চ ২০২০ | ৮:৫৬ অপরাহ্ন


চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক গাছপালা পুড়ছে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু হলের পেছনের পাহাড়ে এই আগুন দেখা যায়।

আগুনে পুড়ছে পাহাড়ের গাছপালা ও মূল্যবান বনজ সম্পদ। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনও জানা যায়নি। এদিকে আগুন লাগার প্রায় ২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আগুন নেভানোর কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, এভাবে জ্বলতে থাকলে পাহাড়ের সৌন্দর্য বিনষ্ট হওয়া থেকে শুরু করে বন্যপ্রাণি তাদের বাসস্থান হারাবে। আগুনে দগ্ধ হয়ে বিভিন্ন বিরল প্রাণি ক্ষতিগ্রস্ত হবে। বনে বসবাসরত পাখিসহ বিভিন্ন প্রজাতির বিলুপ্তি ঘটবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল ইসলাম বলেন, আগুন লাগার বিষয়টি আমরা অবগত আছি। আগুনের কাছে যাওয়ার কোন পথ নেই। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে। তারা বলেছেন আগুন নিচের দিকে নেমে আসলে তারা আসবেন।