এশিয়া উইমেন ইউনিভার্সিটির অগ্রযাত্রায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
| প্রকাশিতঃ ১২ মার্চ ২০২০ | ৫:৫১ অপরাহ্ন
চট্টগ্রাম : আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মাননীয় মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। মঙ্গলবার তিনি এই আর্ন্তজাতিক নারী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।
এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজম্যান্ট, ফ্যাকাল্টি ও শিক্ষার্থীদের সাথে পৃথক পৃথক সভায় মিলিত হন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত এবং শিক্ষার্থীদের জীবনমান ও তাদের পরিচালনায় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত হওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সূপরিসর লাইব্রেরী, রাইটিং সেন্টার, সায়েন্স ও গবেষণা ল্যাব, জিমনেসিয়াম সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ।
মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের ক্ষেত্র দেখে ভীষণভাবে অভিভূত হন। তিনি বলেন, ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বহুজাতিক ও বহু স্বাংস্কৃতিক নারীদেরকে শিক্ষিত করছে এবং তাদের মেধাকে নিজ নিজ দেশের সেবার অবদান রাখার জন্য স্বাংস্কৃতিক ও জাতিগত সীমানা পেরিয়ে তাদেরকে কার্যক্রম পরিচালনা করতে তৈরি করছে, যেটি আসলেই অনন্য।’
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আমেরিকান বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সংস্থা ও ইনস্টিটিউটের সহযোগিতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন হতে গ্র্যাজুয়েট ডিগ্রী অর্জনকারী বিভিন্ন শিক্ষার্থী তাদের উচ্চতর শিক্ষা পোস্ট গ্র্যাজুয়েট ও ডক্টরেট পর্যায়ে অধ্যয়ন করছে এমনকি সেখানে সম্মানজনক পর্যায়ে চাকরিও করছে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর শিক্ষার্থীরা যে সমস্থ বিশ্ববিদ্যালয়ে তাদের উচ্চতর শিক্ষা গ্রহণ করছে বা করেছে সেগুলোর মধ্যে কলম্বিয়া ইউনিভার্সিটি, ব্র্যান্ডেস ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, জন হপকিনস ইউনিভার্সিটি অন্যতম । সাবেক মার্কিন ফাস্ট লেডি মিসেস লরা বুশ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের একজন পৃষ্ঠপোষক।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি