শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পিসিআইইউ সাংবাদিকতা বিভাগের আলোকচিত্র প্রদর্শনী

| প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর ২০১৬ | ৬:৩৩ পূর্বাহ্ন

15451237_1347452238632951_2053240735_nনজিব চৌধুরী: ছবি কথা বলে। একটা ছবি হাজারো শব্দের চেয়ে শক্তিশালী। ছবিতে হাজারো কথা লুকিয়ে থাকে। চিত্রশিল্পী যেভাবে রঙ তুলি দিয়ে ক্যানভাসে ছবি অংকন করে, তেমনিভাবে একজন আলোকচিত্র শিল্পীও বস্তুর প্রতিবিম্ব দিয়ে ল্যান্সের সাহায্যে আলোকরশ্মিতে ছবি আঁকে।

‘এনলার্জ ইউর আইজ’ বা দর্শন শক্তিকে বাড়াও শিরোনামে, এক মনোমুগ্ধকর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১০ টা। আলোকচিত্র প্রদর্শন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: নুরুল আনোয়ার, ডীন প্রফেসর ইঞ্জিনিয়ার মাফজল আহমেদ, রেজিস্টার মো: ওবায়দুর রহমান, প্রোক্টর প্রফেসর ড. আসিফ মাহবুব করিম, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান বিশিষ্ট কলামিস্ট জুয়েল দাশ ও বিভাগীয় ফ্যাকাল্টি মেম্বারসহ ছাত্র-ছাত্রীরা।

15497612_1347452185299623_250240316_nপ্রদর্শনীতে মোট ছবি ছিল ৪৬ টি। ছবির ক্যাপশন ছিল -মুক্তিযুদ্ধের বিজয় মেলা, জীবন সংগ্রাম, জীবনের শুরু ও শেষ, জীবনের প্রয়োজনে, বাঁচার আকুতি, অতঃপর অন্তরীক্ষ, গ্রাম বাংলা, দখল ভরাটে চাকতাই খাল, দিগন্ত, সূর্যাস্ত প্রভৃতি।

ছবির ক্যাটাগরি ছিল পাঁচটি -ল্যান্ডস্কেপ, পোরট্রেট, ন্যাচারাল ওয়াইল্ড লাইফ, ব্লাক এন্ড হোয়াইট ও লাইফ-স্টাইল। তন্মধ্যে এন্টিক বা অদ্ভুতদর্শনের ছবি ছিল ছয়টি।