শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

খালেদার সঙ্গে বৈঠক করলেন রুশনারা

| প্রকাশিতঃ ২১ ডিসেম্বর ২০১৬ | ১১:৩৪ অপরাহ্ন

khaledaবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ বুধবার রাতে বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ-বিষয়ক বাণিজ্যদূত বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

আগামীকাল বৃহস্পতিবার দুপুরে রুশনারা বৈঠক করবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে। গুলশানে রওশনের বাসায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিরোধীদলীয় নেতার তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মামুন হাসান এ তথ্য জানান।