শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বিশ্ব সংবাদমাধ্যমে হালদায় ডলফিন হত্যার সংবাদ

| প্রকাশিতঃ ১২ মে ২০২০ | ১২:৪৮ পূর্বাহ্ন

একুশে প্রতিবেদক : দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজণনক্ষেত্র হালদাতে বৈশ্বিকভাবে মহাবিপন্ন গাঙ্গেয় ডলফিন হত্যার সংবাদটি গুরুত্বের সাথে উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি তাদের প্রতিবেদনে হালদার ডলফিনের বিপন্নতা এবং এটির দুরাবস্থা তুলে ধরেছে।

এএফপির সে সংবাদটি ক্রেডিট দিয়ে পরিবেশন করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ফরাসি প্রসিদ্ধ অনলাইন সংবাদমাধ্যম “ফ্রান্স ২৪.কম”।

এএফপি’র সংবাদে পৃথিবীতে মাত্র দেড় থেকে দুই হাজার গাঙ্গেয় ডলফিনের অস্তিত্ব আছে বলে জানানো হয়। সংবাদে ডলফিনের মৃত্যুর পেছনে জেলেদের অসচেতনতা ও স্থানীয় কুসংস্কারের বিষয়টি তুলে আনা হয়।

এছাড়া সংবাদটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক মনজুরুল কিবরিয়া ও বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ, চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা আবু ইয়াসিন মোহাম্মদ নেওয়াজের মতামত ছাপা হয়েছে।