শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সাঈদীকে মুক্ত করতে রকি বড়ুয়ার নেতৃত্বে বৌদ্ধ বিহারে হামলা : র‌্যাব

| প্রকাশিতঃ ১৩ মে ২০২০ | ৬:০৭ অপরাহ্ন


চট্টগ্রাম : ধর্মীয় সংঘাত ও অস্থিরতা সৃষ্টিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীকে মুক্ত করার অংশ হিসেবে রকি বড়ুয়ার নেতৃত্বে চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা বিবিবিলা শান্তি বৌদ্ধ বিহারে হামলা, ভাঙচুর হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার নগরের পাঁচলাইশ থানায় রকি বড়ুয়া (৪০) ও তার সহযোগিদের বিরুদ্ধে চারটি মামলা করে র‌্যাব। এসব মামলায় উল্লেখ করা হয়েছে, লোহাগাড়ার চরম্বা বিবিবিলা শান্তি বৌদ্ধ বিহারে হামলা ও বৌদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনাটি রকি বড়ুয়ার নেতৃত্বে হয়েছে। সাঈদীকে মুক্ত করতে ধর্মীয় সংঘাত ও অস্থিরতা সৃষ্টিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য এই ঘটনা ঘটানোর কথা রকি বড়ুয়া র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া একুশে পত্রিকাকে জানিয়েছেন, রকি বড়ুয়াসহ গ্রেপ্তার ৭ জন ও পলাতক একজনের নাম উল্লেখ করার পাশাপাশি অনেক অজ্ঞাত আসামির বিরুদ্ধে র‌্যাব-৭ এর ডিএডি মো. রুপ মিয়া মোট চারটি মামলা করেছেন। একটি বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অবৈধভাবে বিদেশি মদ রাখায় বিশেষ ক্ষমতা আইনের ২৫.বি ধারায় একটি মামলা করা হয়েছে।

দণ্ডবিধির ৪২০, ৪১৬ ও ৫১১ ধারায় আরও একটি মামলা হয়েছে রকি বড়ুয়া ও তার সহযোগিদের বিরুদ্ধে। উক্ত মামলায় সরকারি বিভিন্ন কর্মকর্তার সাথে ছবি তুলে মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো, বেকার যুবকদের চাকরি দেওয়ার নাম করে খালি স্ট্যাম্পে স্বাক্ষরসহ বিভিন্ন ব্যাংকের চেক গ্রহণ ও যোগদানপত্র দিয়ে প্রতারণা করা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া দেশের প্রচলিত আইন ও আদালতকে তোয়াক্কা না করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীকে বেআইনী ও ষড়যন্ত্রের মাধ্যমে মুক্ত করার লক্ষে গোপন বৈঠকের ঘটনায় রকি ও তার সহযোগিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ৬(২), ৮, ৯, ১০ ও ১২ ধারায় একটি মামলা করা হয়েছে।

এর আগে গত ১১ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে রকি বড়ুয়াকে ধরতে নগরের মোহাম্মদপুর এলাকার নুর ম্যানশন ভবনের একটি বাসা ঘিরে ফেলে র‌্যাবের একটি দল। এসময় রকি বড়ুয়া তিন তলার কার্নিশ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু র‌্যাবের চৌকস দল রকি বড়ুয়া ও তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে লালখান বাজার এলাকায় মেরিন কে এইচ টাওয়ারে রকি বড়ুয়ার বাসায় অভিযান চালিয়ে রকি বড়ুয়ার কথিত রক্ষিতা এক নারীকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার হওয়া রকি বড়ুয়ার সহযোগিরা হলেন সফিউল আজম শহীদ (৪০), ছগির আহমদ (৪০), রুবেল বড়ুয়া (২৭), সাইফুল ইসলাম প্রকাশ নয়ন (৩৮), নারায়ন মল্লিক (৩৪) ও শাহিনা ইসলাম প্রিয়া ওরফে আমেনা (২৪)।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ৩৫ লাখ টাকার টাকার এফডিআরের কাগজপত্র, ৬ বোতল বিদেশি মদ, বিদেশি সিগারেট, ১৩টি স্বাক্ষরযুক্ত ১০০ টাকা মূল্যের খালি স্ট্যাম্পসহ তার তদবির বাণিজ্য ও প্রতারণার কাগজপত্র জব্দ করে র‌্যাব।

এদিকে তিন তলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে দুই পা ভেঙে ফেলা রকি বড়ুয়া এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার ৬ সহযোগিকে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ৭ মে রাতে ‘সাঈদীর মুক্তির জন্য বৈঠক, সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া কে এই রকি বড়ুয়া? শিরোনামে একুশে পত্রিকায় অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর বিভিন্ন মহলে তোলপাড় সৃষ্টি হয়। লোহাগাড়া-সাতকানিয়ার মানুষ ভয়ঙ্কর ধর্মব্যবসায়ী, ভণ্ড, প্রতারক ও সাম্প্রদায়িক উসকানি সৃষ্টিকারী রকি বড়ুয়ার গ্রেপ্তার ও দৃ্ষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠে। স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে তার গ্রেপ্তার দাবিতে।

### বিদেশি পিস্তল ও রক্ষিতাসহ সেই রকি বড়ুয়া গ্রেপ্তার

### র‌্যাবের ভয়ে ৩ তলার ছাদ থেকে লাফ দিয়ে রকি বড়ুয়ার এই হাল!

### ‘সাঈদীপুত্র ও রকি’র গোপন বৈঠক থেকেই বৌদ্ধবিহার ভাঙচুরের সিদ্ধান্ত’
### সেই রকি বড়ুয়াকে গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে লোহাগাড়া