শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ৯ম শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল

| প্রকাশিতঃ ৬ জানুয়ারী ২০১৭ | ৭:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের ৮টি সরকারি স্কুলের নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের মাধ্যমে ফলাফল প্রকাশিত হয়েছিল। তবে উক্ত ফলাফলে ত্রুটি পাওয়ার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে তা বাতিল করে জেলা প্রশাসন।

এ প্রসঙ্গে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বলেন, প্রকাশিত ফলে গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত অনেকেই চান্স পায়নি। ফলাফলেও তারতম্য দেখা দিয়েছে। তাই জেলা প্রশাসকের নির্দেশনায় প্রকাশিত নবম শ্রেণিতে ভর্তির ফলাফল বাতিল করা হয়েছে। পরবর্তীতে নতুনভাবে ফলাফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত চট্টগ্রাম মহানগরের ৮টি সরকারি স্কুলে ৯ম শ্রেণির ৭৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ৭ হাজার ৬৪৮টি। পরে ৩ ক্লাস্টারে নয় সরকারি স্কুলের ১ম থেকে ৯ম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৫ জানুয়ারি টেলিটকের মাধ্যমে ফলাফল প্রকাশ করার পর তাতে ক্রুটি ধরা পড়ে।