শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

গণতন্ত্রের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়বো : ফখরুল

| প্রকাশিতঃ ১৪ জানুয়ারী ২০১৭ | ১১:৩৭ অপরাহ্ন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ফেরানোর জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যাবে বিএনপি।শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য, শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সংগ্রাম করব, লড়াই করব। সেই লড়াইয়ে সফল হব, ইনশা আল্লাহ।’

তিনি বলেন, “আন্দোলন করতে রাজপথে আসতেই হবে। আমরা প্রতিবার রাজপথে আসছি, সময়-সুযোগ মতো আবার আসব। এটা বিভিন্ন কৌশলের ব্যাপার। রাজনীতি এক জায়গায় বেঁধে রাখার জিনিস নয়। এর বিভিন্ন রকম উত্থান-পতন আছে। কখনো খারাপ সময় যাবে, কখনো ভালো সময় যাবে।”

ফখরুল বলেন, “গোটা বাংলাদেশে এখন বিএনপি মানেই হচ্ছে আসামি। বিএনপি মানেই হচ্ছে, কাঠগড়ায় দাঁড়াতে হবে অথবা জেলখানায় থাকতে হবে। বিএনপি মানেই হচ্ছে, তাকে রাতের অন্ধকারে হত্যা করা হবে অথবা এলাকা থেকে পালিয়ে অন্য জায়গায় থাকতে হবে।”

ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ নামে একটি সংগঠন আবদুল হাই শিকদার রচিত ‘জ্যোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল’ বইয়ের চতুর্থ সংস্করণের প্রকাশনা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজ করে। এতে সভাপতিত্ব করেন আশরাফ উদ্দিন। আরও বক্তব্য দেন অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, সাংবাদিক মাহফুজউল্লাহ, গ্রন্থের লেখক আবদুল হাই শিকদার প্রমুখ।