শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

নবীনদের আনন্দ, প্রবীণদের বেদনা

| প্রকাশিতঃ ১৭ জানুয়ারী ২০১৭ | ১১:৫২ অপরাহ্ন

চবি: নবীন শিক্ষার্থীদের মুখে ছিল হাসি। প্রবীণদের চোখে ছিল জল। নবীনরা পুরো অনুষ্ঠান উপভোগ করল হাসি আর আনন্দের সাথে। অন্যদিকে বন্ধুদের ছেঁড়ে যাওয়ার বেদনা ছিল প্রবীণদের মনে।

এ দৃশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের নবীন বরণ এবং প্রবীণ বিদায় অনুষ্ঠানের। গত সোমবার সকালে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান।

নবীন প্রবীন এবং বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আক্তার। এছাড়া আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ মুরাদ, মো. ফোরকান, ড. মোস্তফা রিজভী, ফারুকুল আলম, এ এস এম মহিউল ইসলাম পিন্টু, এ এস এম মাইন উদ্দিন, মাকসুদ আলম।

তাপস কান্তি দেব এবং আনোয়ার হোসেনের উপস্থাপনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান মালা । এরপর নবীন এবং প্রবীনদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে নবীন এবং প্রবীণরা বিভিন্ন স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। ২০১১-১২ সেশনের পক্ষে মোঃ শাফায়াত, ২০১৩-২০১৪ সেশনের পক্ষে মোহাম্মদ কাওছার, ২০১৪-১৫ সেশনের পক্ষে ফখরুল ইসলাম বক্তব্য দেন।

অন্যদিকে বিদায়ী এম এস ২০১৪-১৫ সেশনের পক্ষে বক্তব্য দেন ফরহাদ হোসেন এবং আনোয়ার জাহিদ অনিক। তারা তাদের বক্তব্য বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে বক্তব্য দেন বিভাগের শিক্ষকরা। এরপর বিদায়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমেই শেষ হয় অনুষ্ঠানের প্রথম ভাগ।

তাপস কান্তি দেবের এবং মোহাঃ আনোয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ শুরু হয় জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। ফ্যাশন শো, আবৃত্তি, নাচ, গান, কৌতুক, রম্য নাটিকার এবং ব্যান্ড শো’র মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। এতে বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।