শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিপ্রার জামিন মঞ্জুর, সিফাতের আদেশ সোমবার

প্রকাশিতঃ ৯ অগাস্ট ২০২০ | ১:১৮ অপরাহ্ন


কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে গত ৩১ জুলাই পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের সহযোগী শিপ্রার জামিন মঞ্জুর করেছে আদালত।

রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই জামিন আবেদন মঞ্জুর করেন।

শিপ্রার আইনজীবী অরুপ বড়ুয়া তপু এই তথ্য নিশ্চিত করে জানান, শিপ্রার বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় জামিন আবেদন করা হয়। শুনানি শেষে মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত শিপ্রার জামিন মঞ্জুর করেন বিচারক।

অন্যদিকে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের আরেক সহযোগী রিফাতুল ইসলাম সিফাতের জামিন আদেশের দিন আগামীকাল সোমবার ধার্য্য করেছে আদালত।

সিফাতের আইনজীবী মাহবুবুল আলম টিপু জানান, পুলিশের দায়ের করা হত্যা ও মাদকের দুটি মামলায় সিফাতের জামিন আবেদন করা হয়। শুনানি শেষে জামিনের জন্য আবার মঙ্গলবার দিন ধার্য্য করা হয়।