শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

গোলপাহাড় মহাশ্মশান কালি মন্দিরের নতুন কমিটি

| প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০২০ | ১০:৪৬ অপরাহ্ন


চট্টগ্রাম : গোলপাহাড় মহাশ্মশান কালি মন্দিরের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশানার স্বদেশ চক্রবর্তীর নেতৃত্বে ৯ সদস্যের সাবজেক্ট কমিটি ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে।

এতে সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য মাইকেল দে-কে সভাপতি, কাজল দেবকে সাধারণ সম্পাদক ও এডভোকেট নিখিল কুমার নাথকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এর আগে বিকেলে গোলপাহাড় মহাশ্মান মন্দিরের সভাপতি হরিপদ দে-এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক কাজল দেব-এর পরিচালনায় মন্দির প্রাঙ্গণে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন।

সভায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক মাইকেল দে, সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন কমিটির সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ দাশ বিষু। গত কমিটির অডিট রির্পোট পেশ করেন অর্থ সম্পাদক দোদুল দত্ত।

বক্তব্য রাখেন সৌমিত্র চক্রবর্তী, দুলাল চৌধুরী, রতন ভট্টাচার্য, অজিত কুমার দাশ, নিহার মল্লিক, অধ্যাপক সবুজ কুমার নাথ, দেবাশিষ নাথ দেবু, কংকন ভৌমিক,এডভোকেট নিখিল কুমার নাথ, মুনমুন দত্ত মুন্না, অমল কৃষ্ণ নাথ টুটুল,শৈবাল ভৌমিক, রতন সেন মুন্না,রাজীব চৌধুরী রাজু,যিষু নাথ,সমীর মালাকার প্রমুখ।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি