শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে

| প্রকাশিতঃ ২৫ মে ২০১৬ | ১১:২১ পূর্বাহ্ন

belal armyচট্টগ্রাম: উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সময় নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

বুধবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৭৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা জানান তিনি। কুচকাওয়াজের মাধ্যমে ১৪৭ জন বাংলাদেশি, ২জন ফিলিস্তিন ও ১জন শ্রীলংকানসহ মোট ১৫০ জন ক্যাডেট কমিশন লাভ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সময় নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আধুনিকায়নের অংশ হিসেবে এখানে ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’ নির্মিত হয়েছে। এ কমপ্লেক্সে ক্যাডেটদের শ্রেণিকক্ষ ভিত্তিক তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের জন্য সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রাখা হয়েছে।

তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষ‍া মিশনে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে আমাদের দেশ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে আমাদের সেনাবাহিনী নিজেকে মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। নবীন ক্যাডেটদের এ অবস্থান সমুন্নত রেখে আরও সামনে এগিয়ে যেতে হবে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও ‍অসামরিক কর্মকর্তারা, ঢাকাস্থ বৈদেশিক মিশনের কর্মকর্তারা ও কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।