চট্টগ্রাম: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চট্টগ্রাম সফর বাতিল করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার বিষয়ে নেতিবাচক বার্তা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার নগরীর আউটার স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা ছিল রাষ্ট্রপতির।
অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, রাষ্ট্রপতির সফরের জন্য আবহাওয়া অনুকূল হবে না- বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এজন্য তার চট্টগ্রাম সফর বাতিল করা হয়েছে।
এদিকে রাষ্ট্রপতি না আসায় সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন সংস্কৃত বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আক্তারি মমতাজ।