চট্টগ্রাম: নজরুল ইনস্টিটিউটের তত্ত্বাবধানে চট্টগ্রামে নজরুল স্মৃতিকেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বুধবার দুপুরে নগরীর আউটার স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামে প্রথমবারের মত এ অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রী বলেন, চট্টগ্রামে নজরুল স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠিত হলে এর মাধ্যমে নজরুল সাহিত্য চর্চার প্রচার ও প্রসার ঘটবে। নজরুল স্মৃতিকেন্দ্র নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য জায়গা খোঁজা হচ্ছে। জায়গা পেলেই নির্মাণকাজ শুরু হবে।
তিনি বলেন, ১৯২৬, ১৯২৯ ও ১৯৩২ সালে কবি নজরুল চট্টগ্রাম এসেছিলেন। এখানকার নদী, পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ তার লেখনিতে ফুটে উঠেছে। তাই তার স্মৃতিধন্য চট্টগ্রামে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রী বলেন, নজরুলের লেখনি আজও প্রেরণার উৎস হয়ে আছে। যে কোন আন্দোলন সংগ্রামের সাথে আছেন নজরুল। মুক্তিযুদ্ধে নজরুলের লেখা গান-কবিতা উজ্জীবিত করেছে। নজরুলের গুরুত্ব অনুধাবন করে জাতির জনক বঙ্গবন্ধু তাকে স্বাধীন দেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করেছিলেন। তাকে দেশে এনে প্রতিষ্ঠিত করেছিলেন।
মন্ত্রী বলেন, দেশ স্বাধীন হলেও ষড়যন্ত্র থেমে থাকেনি। বঙ্গবন্ধুকে হত্যা করে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। অশুভ শক্তি এখনও সক্রিয়। সেই চক্রান্তের অংশ হিসেবে মসজিদের ইমাম, যাজক, বুদ্ধিজীবী ও মুক্তবুদ্ধি চর্চার মানুষদের হত্যা করা হচ্ছে।
প্রসঙ্গত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠানে আসতে পারেননি তিনি। তবে অনুষ্ঠানে বাণী পাঠিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পক্ষে সেই বাণী পাঠ করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মমতাজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী বেগম খিলখিল কাজী, কবি সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রমুখ।