শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

অভিনেতা আবুল হায়াত করোনা আক্রান্ত

| প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২১ | ৮:০৩ অপরাহ্ন

ঢাকা: জ্যেষ্ঠ অভিনেতা-নির্মাতা আবুল হায়াত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অভিনেতার ছোট মেয়ে নাতাশা।

যারা তিন সপ্তাহের মধ্যে করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন, তাদের কাছ থেকে এ প্লাস প্লাজমা চেয়েছেন নাতাশা। ফোন কল ও এসএমএস থেকে হায়াত পরিবারকে বিরত রাখার অনুরোধও জানান তিনি।

নাতাশা বলেন, ‘পজিটিভ হওয়ার পর গতকাল রাতে অল্প কিছু সিম্পটম নিয়ে আব্বুকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তিনি বেশ স্ট্যাবল আছেন। চিকিৎসকদের নজরদারিতে আছেন।’