সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চবির ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল

| প্রকাশিতঃ ২৩ মে ২০২১ | ৪:৩০ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার ডিনস কমিটির সভায় ভর্তি পরীক্ষা পেছানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্যাম্পাসের উপাচার্য দপ্তরের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য শিরীণ আখতার।

সভায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়। পরিবর্তিত তারিখ অনুযায়ী, পরীক্ষা শুরু হবে আগামী ২০ আগস্ট। চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত কয়েক ধাপে পরীক্ষা হবে। ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

২০২০-২১ শিক্ষাবর্ষে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে পরীক্ষা দেবে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনে লড়বে ৩৭ জন।

‘বি’ ইউনিটের পরীক্ষা হবে ২০ ও ২১ আগস্ট, ‘ডি’ ইউনিটে ২২ ও ২৩ আগস্ট, ‘এ’ ইউনিটে ২৪ ও ২৫ আগস্ট, ‘সি’ ইউনিটে ২৬ আগস্ট এবং ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটে ২৭ আগস্ট।

এ ছাড়া ভর্তির আবেদনের প্রবেশপত্র ডাউনলোডের সূচি আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।