আসন্ন বাংলাদেশ, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন ত্রিদেশীয় সিরিজের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী মে মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট। টাইগারদের জন্য ইংল্যান্ডে অনুষ্ঠিত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই টুর্নামেন্ট ভালো একটি প্রস্তুতি হিসেবে কাজ করবে।
চ্যাম্পিয়নস ট্রফি যেহেতু ইংল্যান্ডের মাঠে হবে তাই পার্শ্ববর্তী দেশ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলে বাংলাদেশ আবহাওয়ার সাথে আগে থেকে মানিয়ে নিতে পারবে যা বড় আসরে খেলতে নামার আগে কাজে লাগবে। নর্দান আয়াল্যান্ডের ডাবলিনের ২ স্টেডিয়াম মালাহাইড ও ক্লনটার্ফক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত হবে মোট ৬টি ম্যাচ। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় ও বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়।
টুর্নামেন্টের সময়সূচি
১২ মে- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, মালাহাইড
১৪ মে- আয়াল্যান্ড বনাম নিউজিল্যান্ড, মালাহাইড
১৭ মে- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ক্লন্টার্ফ ক্রিকেট ক্লাব
১৯ মে- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, মালাহাইড
২১ মে- আয়াল্যান্ড বনাম নিউজিল্যান্ড, মালাহাইড
২৪ মে- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ক্লন্টার্ফ ক্রিকেট ক্লাব