শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

অবশেষে সমঝোতায় শাকিব-অপু

| প্রকাশিতঃ ১১ এপ্রিল ২০১৭ | ৫:৩১ অপরাহ্ন

অবশেষে সমঝোতায় এলেন ঢাকাই সিনেমার কিং খান শাকিব। তিনি স্ত্রী-সন্তানকে স্বীকার করে বলেছেন, ‘চিত্রনায়িকা অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান। অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক। গতকাল আমি রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি।’

এ ব্যাপারে অপু বিশ্বাস জানান, তিনি যা কিছু করেছেন নিজের সামাজিক স্বীকৃতি আর সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে করেছেন। কেউ ষড়যন্ত্র করে তাকে দিয়ে কিছু করাননি।

প্রসঙ্গত, সোমবার একটি বেসরকারি স্যাটেলাইট টিভির লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস তার শাকিবের বিয়ের কথা অকপটে বলেন। এরপর থেকেই আলোচনা-সমালোচনার ঝড় ওঠে সোশ্যালমিডিয়া, এফডিসি আর বিভিন্ন মহলে। অবশেষ মঙ্গলবার শাকিবের শুভবুদ্ধির উদয় হয়েছে। তিনি সব ভুলে স্বীকার করে নিয়েছেন অপু তার স্ত্রী এবং আব্রাহাম তার সন্তান। এমনকি এখন তাদের সম্পর্কও আগের মতো স্বাভাবিক।