সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সোমবার সিনোফার্ম, মঙ্গলবার মডার্নার টিকা দেওয়া শুরু

| প্রকাশিতঃ ১১ জুলাই ২০২১ | ৫:৪৪ অপরাহ্ন


ঢাকা : জেলা ও উপজেলায় আগামীকাল সোমবার থেকে চীনের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে এবং মঙ্গলবার থেকে সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে দেওয়া হবে কোভ্যাক্স উদ্যোগ থেকে পাওয়া মডার্নার টিকা।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে আজকের মধ্যেই সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হবে। সিটি করপোরেশনের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা শনিবার পৌঁছে দেওয়া হয়েছে।

শামসুল হক বলেন, এখন ঢাকার সাতটি কেন্দ্রে প্রবাসীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। ঢাকার সাতটি হাসপাতাল বাদে বাকি ৪০টি কেন্দ্রে সিনোফার্মের টিকা কার্যক্রম রোববার পর্যন্ত চলবে। ১৩ তারিখ থেকে সেগুলোতে মডার্নার টিকা দেওয়া হবে।