সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

২৩ জুলাই থেকে ৫ আগস্ট বন্ধ থাকবে শিল্প-কারখানা

| প্রকাশিতঃ ১৩ জুলাই ২০২১ | ১:১৫ অপরাহ্ন


ঢাকা : কোরবানির ঈদ সামনে রেখে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত নয়দিন কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। ঈদের পর আবার ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হবে। মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে ২৩ জুলাই থেকে কী কী বন্ধ থাকবে, নতুন করে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।

এর আওতায় চলমান বিধিনিষেধে শিল্প-কলকারখানা খোলা থাকলেও ২৩ জুলাই থেকে সব বন্ধ থাকবে। বর্তমানে কঠোর বিধিনিষেধ চললেও শিল্প-কলকারখানায় উৎপাদন থেমে নেই।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সব ধরনের শিল্প কলকারখানা বন্ধ থাকবে। এছাড়া এখনকার বিধিনিষেধের মতোই সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহনসহ সব যানবাহন বন্ধ এবং শপিংমল ও দোকানপাটও বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে নয়দিন বিধিনিষেধ শিথিল করা হলেও এর পরিসর কতটুকু, তা বলা হয়নি। শুধু বলা হয়েছে, এই সময়ে মানুষকে সতর্ক অবস্থায় থাকতে হবে এবং মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। অর্থাৎ এই সময়ে সবকিছুই চলতে পারবে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ রোধে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। পরে সেই বিধিনিষিধে এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত ঘোষণা দেওয়া হয়।

লকডাউন শিথিল হওয়ায় বৃহস্পতিবার থেকে সারাদেশে গণপরিবহন চলাচল শুরু হবে। রেল মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেন চলাচল শুরু হলেও আসন সংখ্যার অর্ধেক যাত্রী নেওয়া হবে। সব টিকিট বিক্রি হবে অনলাইনে।

তবে বাস ও লঞ্চ কীভাবে চলবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।