সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ডেঙ্গু: একদিনে সর্বোচ্চ ১০৫ জন হাসপাতালে ভর্তি

| প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২১ | ৩:৩৮ অপরাহ্ন


ঢাকা : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তির রেকর্ড।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) হিসাব মতে, এখন পর্যন্ত ১৬৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাইরের ৪৭ জন।

আক্রান্ত ১৬৭৯ জনের মধ্যে চলতি মাসেই আক্রান্ত হয়েছেন ১৩০৭ জন। গত জুন মাসে আক্রান্ত হয়েছিলেন ২৭২ জন এবং মে মাসে আক্রান্ত হয়েছিলেন ৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই বর্তমানে হাসপাতাল ছেড়ে গেছেন। তবে এখনো রাজধানীতে ৪৬০ জন ও রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।