
ঢাকা : বিনিয়োগকারীদেরকে নগদ লভ্যাংশ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। আজ বুধবার প্রতিষ্ঠানটির কোম্পানী সচিব শেখ মো. সরফরাজ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, “শেয়ার হোল্ডারদের নামে ইস্যুকৃত বিভিন্ন বছরের নগদ লভ্যাংশ এবং অগ্রহণকৃত আইপিও
সাবক্রিপশান-এর টাকা যা শেয়ারহোল্ডারদের ঠিকানা, ফোন নম্বর এবং ব্যাংক হিসাব যথাযথ না থাকায় পিপলস
ইন্স্যুরেন্স কোম্পানীতে ফেরত যায় এবং শেয়ার হোল্ডারদের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় উক্ত টাকা
শেয়ার বিভাগে অবিলিকৃত বা অদাবীকৃত অবস্থায় সংরক্ষিত আছে।”
বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের গত ৬ জুলাইয়ের আদেশ অনুযায়ী শেয়ার হোল্ডারদের উক্ত লভ্যাংশ এবং অগ্রহণকৃত আইপিও স্থানান্তর করার নির্দেশনা প্রদান করা হয়েছে। সে প্রেক্ষিতে আগামী ২৮ আগস্টের মধ্যে সকল শেয়ার হোল্ডারদেরকে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের শেয়ার বিভাগে যোগাযোগ করে তাদের লভ্যাংশ এবং অগ্রহণকৃত আইপিও গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।”
অদাবীকৃত নগদ লভ্যাংশ এবং অগ্রহণকৃত আইপিও তথ্যাবলী কোম্পানীর ওয়েবসাইট www.peoplesinsurancebd.com এ পাওয়া যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। মঙ্গলবার লেনদেন শেষে পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫১ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৬.১০ টাকায়।
অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে পিপলস ইন্স্যুরেন্স ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।