
ঢাকা : ১২ আগস্ট থেকে মডার্নার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে গত ১৩ জুলাই থেকে দেশের সিটি করপোরেশন এলাকাগুলোতে মডার্নার টিকাদান কর্মসূচি শুরু হয়।
দেশে কিছুদিন ধরে করোনার টিকার প্রথম ডোজ হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না ও চীনে তৈরি সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছিল। সংরক্ষণ প্রক্রিয়া একটু জটিল হওয়ায় মডার্নার টিকা দেওয়া হচ্ছিল শহরে।
এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার মানুষকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দুই ডোজ টিকা পেয়েছেন প্রায় ৪৭ লাখ ৩৩ হাজার জন।