শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ডা. খুরশিদ জামিল চৌধুরীর পিতার ইন্তেকাল, বিএনপি নেতৃবৃন্দের শোক

| প্রকাশিতঃ ২৩ অগাস্ট ২০২১ | ৭:২৫ অপরাহ্ন

চট্টগ্রাম : বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ও ড্যাব চট্রগ্রাম মেডিকেল কলেজের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক সিভিল সার্জন ডা. খুরশিদ জামিল চৌধুরীর পিতা আবদুর রাজ্জাক চৌধুরী ইন্তেকাল করেছেন।

সোমবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে বারটার দিকে নগরীর চকবাজার প্যারেড মাঠস্থ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৫ ছেলেসহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদে এশা জমিয়তুল ফালাহ জামে মসজিদে এবং মঙ্গলবার সকাল দশটায় ফটিকছড়ির গ্রামের বাড়িতে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আবদুর রাজ্জাক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দীন, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি