সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

‘কেবল দুই ব্যক্তির কারণেই দেশের অগ্রগতি’

| প্রকাশিতঃ ১৮ নভেম্বর ২০২১ | ৪:৪৯ অপরাহ্ন

চট্টগ্রাম : ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘দেশের রূপকার’, আর তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উন্নয়নের রূপকার’। বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছেন, শেখ হাসিনা দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যে কোনো মূল্যে এই উচ্চতা, অগ্রযাত্রা ধরে রাখতে হবে।’

বৃ্হস্পতিবার (১৮ নভেম্বর)  বিকেলে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অধীনে বিসিএস শিক্ষা ক্যাডারের একদল শিক্ষক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক এম মমিনুর রহমানের সাথে সাক্ষাৎ করতে গেলে তাদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন।

সংশ্লিষ্ট শিক্ষকদের কর্মস্থলে সৎ ও শিক্ষাদানে উপর্যুক্ত ‘বার্তা’ যথাযথভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামের ডিসি এম মমিনুর রহমান বলেন, প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে যে কোনো মূল্যে বাংলাদেশের এই অর্জন ধরে রাখতে হবে। স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কোনো কারণে যদি আবার ক্ষমতায় ঢুকে পড়ে তাহলে দেশ আবার অনেক পিছিয়ে যাবে।’

তাই চূড়ান্ত দেশপ্রেমের ভূমিকায় অবতীর্ণ হয়ে সংশ্লিষ্টদের আরও বেশি সজাগ থাকার আহ্বান জানান জেলা প্রশাসক।

এর আগে চট্টগ্রামে গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) থেকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর উদ্যোগে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন শিক্ষা ক্যাডারের অন্তত ১৫ জন সদস্য। নায়েম শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রশিক্ষণ একাডেমি, যেখানে সর্বস্তরের শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থাপনার সাথে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হয়।

তারই অংশ হিসেবে এই প্রশিক্ষণে অংশ নেন দেশের বিভিন্ন সরকারি কলেজে পাঠদানে নিয়োজিত শিক্ষকবৃন্দ। প্রশিক্ষণকালে তারা চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং অভিজ্ঞতা বিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎশেষে জেলা প্রশাসক মমিনুর রহমান প্রশিক্ষণ নেওয়া সকল শিক্ষকের হাতে উপহার সামগ্রী তুলে দেন।